টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৮ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর রেলসংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন এলাকা অতিক্রমকালে অজ্ঞাত ওই ব্যক্তি কাটা পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেছেন। এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।