Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার

বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাপার্ড হলরুমে এ সেমিনার হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারটির উদ্বোধন করেন।

বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন বাপার্ডের পরিচালক ড. মো. আলমগীর হোসেন, কৃষিবিদ মো. মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজ্জাম্মেল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, ‘গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র্যবিমোচনে কাজ করে যাচ্ছে বাপার্ড। এটি বর্তমানে একটি আন্তর্জাতিক ও আধুনিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত ১৬ জুন প্রধানমন্ত্রী বাপার্ড উদ্বোধন করেছেন। আমরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করেছি।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি