হোম > সারা দেশ > ঢাকা

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকায় ক্রয় করা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বে গত ১৪ আগস্ট খুন হন আল আমিন ভূঁইয়া ও নুরুল আমিন ভূঁইয়া নামের আপন দুই ভাই। তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। গত শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন—মো. আকবর হোসেন (৬০), তাঁর ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও সিফাতের বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, একটি চাকু ও একটি স্টিলের ব্যাট উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন। 

উপকমিশনার বলেন, ২০১৪ সালে রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিপন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়ারী থানার হাটখোলা রোডের পাশে জমির মালিক অ্যাডভোকেট আকবর ভবন নির্মাণের চুক্তি করেন। কিন্তু ১০ বছরেও সেখানে ভবন নির্মাণ না করায় আকবর নিজেদের অর্থায়নে দুতলা একটি ভবন নির্মাণ করেন। 

এর আগে, আল আমিন ক্ল্যাসিক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। গত ১৪ আগস্ট তাঁর ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যান। এ সময় সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও পলাতক অন্য আসামিদের সহযোগিতায় আল আমিন ও নুরুল আমিনকে মারধর করে গুরুতর জখম করে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় একটি হত্যা মামলা করলে শুক্রবার অভিযান চালিয়ে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, রিয়েল এস্টেট কোম্পানি নিহত আলামিনের সঙ্গে প্রতারণা করেছে। কোম্পানির বিরুদ্ধেও মামলা হবে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে সত্যিকারের পুলিশিং করতে চাই জানিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেই পুলিশিং করতে চাই।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন