মানিকগঞ্জের হরিরামপুরে অসুস্থ ছেলের জন্য ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে আহসান হাবিব সোহাগ (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ আন্ধারমানিক গ্রামের আমজাদ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সোহাগের বড় ভাই এবং এর কিছুদিন পর তাঁর বড় বোন মারা যান। দুই বছর আগে মারা তাঁর যান মা। স্ত্রী, পাঁচ বছর বয়সী এক ছেলে, ৮ মাস বয়সী মেয়ে এবং অসুস্থ বৃদ্ধ বাবাকে নিয়ে তাঁর সংসার। ছেলে ব্রেইনের সমস্য নিয়ে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিল। সম্প্রতি বাড়িতে নিয়ে আসেন। দীর্ঘদিন গার্মেন্টস স্টক লোডের ব্যবসা করার পর সম্প্রতি ইউরোপের একটি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী কাজলী বেগম বলেন, ‘অসুস্থ ছেলের জন্য ডাব পাড়তে গাছে ওঠে সোহাগ। নারকেল গাছ থেকে পড়তে দেখেছি। গাছ থেকে প্রথমে একচালা ঘরের উপর চিত হয়ে পড়ে যায়।’
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, নারিকেল পাড়তে গিয়ে এক যুবকের মৃত্যু খবর পেয়েছি।