Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

নিহত খাদিজা (২৮) মাদারীপুর সদর থানার পূর্ব কালিকাপুর গ্রামের সেলিম খানের মেয়ে। তিনি টঙ্গী গাজীপুরা এলাকায় ভাড়া বাসায় স্বামী সাদ্দামের হোসেনের সঙ্গে বসবাস করতেন। সাদ্দামের বাড়ি শরিয়তপুর জেলায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় খাদিজার। টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন সাদ্দাম। আজ সকালে স্ত্রী ও ছেলে কাউসারকে (৯) বাসায় রেখে কাজ করতে যান তিনি। দুপুরে খাবার খেতে বাসায় এসে দরজা বন্ধ পেয়ে সাদ্দাম কারখানায় ফিরে যান। পরে বিকেলে ঘরের সামনে শিশু কাউসারকে কাঁদতে দেখে এগিয়ে যান পাশের ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়ারা ঘরের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে স্ত্রীর মৃত্যু খবর পেয়ে সাদ্দাম বাসায় এলে তাঁকে থানায় নিয়ে যায় বলে জানায় পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।’

প্রকল্প শেষ না হতেই পাইপ বদল, খরচ ১৫০ কোটি

মা-ছেলে নিখোঁজ, অপরিচিত ব্যক্তি ফোনে বললেন, ‘তাঁরা ভালো আছেন’

নারায়ণগঞ্জে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

উত্তরায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৭ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজি, হকারদের মানববন্ধন

মোহাম্মদপুরে নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা

ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

জাবি কর্মচারীর ভাইকে পুলিশে দিল প্রশাসন