নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে শোকজ নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি। আজ মঙ্গলবার নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান এবং গাজীপুর প্রথম আদালতের যুগ্ম-জেলা ও দায়রা জজ নাজমুন নাহার এসংক্রান্ত নোটিশ জারি করেন।
নোটিশে জাহাঙ্গীর আলমকে আগামীকাল বুধবার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া এই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনকে শোকজ নোটিশ দিয়েছে। তাকেও আগামীকাল বুধবার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।