ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রুবেল আদাবর থানা এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।
এডিসি জুয়েল রানা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশে পলাতক (আওয়ামী লীগের) নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ আছে।’
জুয়েল রানা আরও বলেন, ‘তাঁর অপকর্মের বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপন করে। আত্মগোপনে থাকা অবস্থায় মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।’ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।