গাজীপুরের শ্রীপুরে বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে এ ঘটনা।
মৃতের নাম আবুল কালাম আজাদ (৬৫)। তিনি শৈলাট পূর্বপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
মৃতের প্রতিবেশী আজাহার আলী স্বজনদের বরাত দিয়ে বলেন, আজাদ ঘরের কাজ করার সময় অসাবধানতায় বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়। পরে তাঁর স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, বিদ্যুতায়িত এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।