Ajker Patrika

রাজধানীতে বিশেষ অভিযানে ৩৯৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪: ২৪
রাজধানীতে বিশেষ অভিযানে ৩৯৩ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধের অভিযোগে বিভিন্ন থানায় ১১৬টি মামলা করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে গত বৃহস্পতিবার ও গতকাল দুই দিনে মহানগরজুড়ে মোট ১ হাজার ৩৩৪টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে ৬৮০টি ছিল রাতের এবং ৬৫৪টি ছিল দিনের টহল। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ মোট ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি ও ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ সময় মোট ১১৬টি মামলা করা হয়েছে।

অভিযানে বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নগদ ৬২ হাজার ৬০০ টাকা। এ ছাড়া উদ্ধার হয়েছে ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯টি ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেনসিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি খালি মদের বোতল।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত