Ajker Patrika

টঙ্গীতে কারখানা বন্ধের নোটিশ, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০: ৫৬
টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বেতন–ভাতা বকেয়া রেখেই কারখানা বন্ধ ঘোষণা করায় গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সকাল পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর একটি দল গিয়ে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন।

কারখানা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং সেই সঙ্গে ঈদ বোনাস ও ওভারটাইমের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। গত ফেব্রুয়ারি মাসের বকেয়া আগামী ২৩ মার্চ পরিশোধের তারিখ দেন কারখানার মালিক। তাতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা ছেড়ে যান তাঁরা।

গত মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে আন্দোলন থেকে সরে গিয়ে আজ রোববার পাওনা পরিশোধে কারখানা মালিকের সিদ্ধান্ত মেনে নেন শ্রমিকেরা। তবে বেতন পরিশোধের আগে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে কারখানার মালিককে জানিয়ে দেন।

আজ সকালেও কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন।

আন্দোলনরত একাধিক শ্রমিক বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ওভারটাইম ও ঈদ বোনাস কবে নাগাদ পরিশোধ করা হবে, সে বিষয়ে আজ তারিখ দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে কাজে যোগ দিতে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করি। পরে সেনাবাহিনীর সদস্যদের আশ্বাসে কারখানার সামনে ফিরে আসি। তবে বেতন না পেয়ে আমরা কেউ কারখানার সামনে থেকে যাব না।’

এ বিষয়ে কারখানার মালিক ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের আন্দোলনের ফলে ২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে দেড় হাজার শ্রমিকের মধ্যে ১ হাজার ২৫০ জনের বেতন দেওয়া হয়েছে। গত শুক্রবার শ্রমিকেরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারণে আজ সকাল ৭টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত