বাকি টাকা ঘরে তুলতে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানে হালখাতা করায় গোপালপুরে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত ৮টায় এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী মেসার্স পাল ট্রেডার্সের প্রোপ্রাইটর গোপাল চন্দ্র পালকে এই জরিমানা করা হয়। তিনি গোপালপুরের কোনাবাড়ী বাজারে কীটনাশকের ব্যবসায়ী। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, করোনার সংক্রামক রোধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, বর্তমানে গোপালপুর উপজেলায় করোনায়য় আক্রান্তের সংখ্যা ৬৯ দশমিক ৬৯ শতাংশ।