নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নাম-পরিচয়হীন এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার উত্তর বাখরনগরের লোচনপুর গ্রামের উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পেছনে আড়িয়াল খাঁ নদীতে স্থানীয় এক ব্যক্তি মরদেহটি ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে বৃদ্ধর পরিচয় জানতে জেলা পিবিআইয়ের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে শনাক্তের চেষ্টা করেন।
রায়পুরা থানার এসআই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে।