নরসিংদীর রায়পুরায় একটি স্কুলের অফিসকক্ষে এক মাসে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসের দুটি আলমারি ও কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ২ সেপ্টেম্বর রাতেও বিদ্যালয়টির অফিসকক্ষে আগুন লাগে। ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে রায়পুরা থানায় মামলাও করেন।
প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, অফিসরুমে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভান। তার আগেই দুই আলমারিতে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অল্প কয়েক দিনের ব্যবধানে বারবার এমন ঘটনা ঘটছে। ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার।’
রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, গতকালের আগুন লাগার ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরী মামুন মিয়াকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আগের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার তদন্ত চলছে।