Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ট্রলারের পাখায় বৃদ্ধার হাত বিচ্ছিন্ন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় ট্রলারের পাখায় বৃদ্ধার হাত বিচ্ছিন্ন

নরসিংদীর রায়পুরায় ট্রলারের পাখায় সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার ওই বৃদ্ধাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসার জন্য ভর্তি করা  হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত সাহারা বেগম ওই এলাকার মৃত আব্দুর রশিদ ওরফে রসু মিয়ার স্ত্রী। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রায়পুরার সদাগরকান্দি নৌ-পথে আলেক মাঝি তাঁর ট্রলারে যাত্রীসহ মালামাল পারাপার করেন। ওই ট্রলারে যাত্রী ছিলেন বৃদ্ধা সাহারা বেগম। বিকেলে অন্য যাত্রীদের সঙ্গে সদাগরকান্দি ঘাটে নামেন তিনি। ট্রলারের পাখার কাছাকাছি দূরত্বে গোসল করছিলেন তিনি। মাঝি তার দিকে খেয়াল না করেই ইঞ্জিন চালু করেন। এ সময় বৃদ্ধার শাড়ি পেঁচিয়ে বাম হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পাখার সঙ্গে আটকে যায়। 

এদিকে ইঞ্জিনের শব্দে মাঝি ওই বৃদ্ধার চিৎকার শুনতে পাননি। পরে ট্রলার নিয়ে তিনি চলে যান। পরে আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে তাঁর স্বজনদের খবর দেন।

আহত বৃদ্ধার নাতি মাসুদ মোবাইল ফোনে বলেন, ‘আমার নানি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে তাঁকে রক্ত দেওয়া হলে বর্তমানে তার শরীরের অবস্থা কিছুটা ভালোর দিকে।’ 

চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রলারের পাখার আঘাতে বৃদ্ধার বাম হাত বিচ্ছিন্ন এবং শরীরের অন্যান্য স্থান থেঁতলে গেছে। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারটি আমার হেফাজতে আছে।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি