Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের

ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের। মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরে যাওয়ার পথে মির্জাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা জামুর্কী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ী গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫। এদের মধ্যে আরিফুল ইসলাম এরিস্টোফার্মা কোম্পানি এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানান, আজ শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা হন। পথে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের উপজেলার জামুর্কী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি