Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে মারামারি থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মারামারি থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা
নিহত সুফী শেখ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মারামারি থামাতে যাওয়া এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুফী শেখ (৩২)। তিনি ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে তাঁর ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস। সে সময় শাকেন ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে তাঁদের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশী সুফী মারামারি ঠেকাতে গেলে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার