Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় ভরা মৌসুমেও কমছে না সবজির দাম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় ভরা মৌসুমেও কমছে না সবজির দাম

ভরা মৌসুমেও শাক-সবজির দাম কমছে না। নতুন ওঠার পরও পেঁয়াজ, রসুনসহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। তিন-চার দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা। ফলে বাধ্য হয়েই বাড়তি সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের।

আজ শুক্রবার যশোরের ঝিকরগাছা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। বাজারে শীতের সবজির সরবরাহ থাকলেও দাম বরং বেড়েছে। বাজারে বেগুন ৮০, ব্রোকলি ১০০, ফুলকপি ৭০, বাঁধাকপি ৩০, টমেটো ৮০, চিনা কচু (মেটে কচু) ১২০, মেটে আলু ১০০, পেঁয়াজের কলি ৬০, শিম ৭০, মানকচু ৬০, নতুন আলু ৭০, পুরোনো আলু ৬০, কাঁচা মরিচ ৮০, শসা ৮০, মিষ্টি কুমড়া ৪০, গাজর ৮০, নতুন পেঁয়াজ ১১০, পুরোনো পেঁয়াজ ১২০, রসুন বিক্রি হচ্ছে আড়াই শ থেকে ২৮০ টাকা কেজি। লাল-সবুজসহ সব ধরনের শাকের আঁটির দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
 
চার দিনের ব্যবধানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অথচ চার দিন আগেও দাম ছিল ৯০ টাকা। ১০০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বাজারে কথা হয় সিরাজুল ইসলাম নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। চার দিন আগে যে বেগুন ৪০ টাকায় কিনেছি, তা আজ ৮০ টাকায় কিনলাম।’

বাজারের কাপুড়িয়া পট্টির মুখের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘আমরা যেমন কিনি, তেমন বিক্রি করি। বেগুন বিক্রি করছি ৮০ টাকা করে। চিনা কচু (মেটে কচু) ১২০ টাকা কেজি। আড়ত থেকে কিনে জায়গা ভাড়াসহ নানা খরচ রয়েছে। ফলে এমন বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ