Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ভ্যান চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ 

খুলনা প্রতিনিধি

খুলনায় ভ্যান চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ 

খুলনায় ভ্যান চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শিরোমনি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ হাওলাদার (৪০) দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান মৃধা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

নিহত সিরাজের স্ত্রী সুমি আক্তার বলেন, পাঁচ দিন আগে জাকারিয়া জাকার নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। এ ঘটনায় হায়দার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করা হয়। হায়দারকে মারধর করলে তিনি তাঁর সঙ্গে সিরাজ জড়িত বলে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যান চোর সন্দেহে সকাল সাড়ে ৭টার দিকে সিরাজ হাওলাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় গণপিটুনিতে দিদার নামে আরও একজন আহত হন।

খানজাহান আলী থানার (ওসি) মো. নাহিদ হোসেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া আহত দিদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মারধরের শিকার হায়দারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু