Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে আরও এক জাহাজ মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে আরও এক জাহাজ মোংলায়

বঙ্গবন্ধু রেলসেতুর স্টিল স্ট্রাকচার (মেশিনারি পণ্য) নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি হাইডং-৯ মোংলা বন্দরে ভিড়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজটি। পরে রোববার বেলা ১২টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এটি। জাহাজটিতে ১৭১ প্যাকেজের ১ হাজার ৫৫৬ মেট্রিকটন পণ্য রয়েছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বেলা ১২টায় ভেড়া জাহাজটি থেকে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। এরপর নদী পথে খালাস করা এ পণ্য নেওয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে। 

ওয়াহিদুজ্জামান আরও বলেন, এখন মূলত আসছে রেলওয়ে সেতুর মূল স্টাকচারের মালামাল। ভিয়েতনামের জাহাজ হাইডং পণ্য খালাস শেষে ৭ মার্চ মোংলা বন্দর ত্যাগ করবে। 

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এ রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক মেট্রিকটন ২৩০ প্যাকেজের স্টিলের পাইপ ও মেশিনারি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার মোংলা বন্দরে এসেছিল। 

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ