Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত

খুলনা প্রতিনিধি

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত
ডুমুরিয়ায় হরি নদীর জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নে পাউবোর বিকল্প বেড়িবাঁধ ভেঙে হরি নদীর জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে।

খর্নিয়া ও আটলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন ও শেখ হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর থেকে হরি নদীতে জোয়ার শুরু হয় এবং নদীতে পানি বেড়ে যায়। এ সময় খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নের ভদ্রদিয়া, রানাই ও বরাতিয়া এলাকায় পাউবোর বিকল্প বেড়িবাঁধ ভেঙে যায়।

জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি, অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও খর্নিয়া বাজার পানিতে নিমজ্জিত হয়। এ সময় পানির তোড়ে অবরুদ্ধ হয়ে পড়ে মুরগির বাজার, কাঁচাবাজার, মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠা।

স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের দাবি নদীর পাড়ে উঁচু বেড়িবাঁধ নির্মাণের।

এ ব্যাপারে খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, জোয়ারের পানিতে বাঁধ ভেঙে নিচু অংশ তলিয়ে গেছে। নদীতে ভাটা হলেই পানি আবার নেমে যাবে। নদীর পাড় উঁচু করে দ্রুততম সময়ে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার