Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বাসমালিকদের আলটিমেটাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বাসমালিকদের আলটিমেটাম
চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই চিহ্নিত করা যায়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন বেড়ে গেছে। এতে বাসমালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনার পরও কোনো সমাধান হয়নি।

সভাপতি এম জেনারেল ইসলাম আরও বলেন, দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য