Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বহুতল ভবনের উচ্চতার চেয়ে ফায়ার স্টেশনের মইয়ের দৈর্ঘ্য কম 

মাগুরা প্রতিনিধি

বহুতল ভবনের উচ্চতার চেয়ে ফায়ার স্টেশনের মইয়ের দৈর্ঘ্য কম 

মাগুরা জেলা শহরে বছরখানেক ধরে বহুতল ভবন নির্মাণ বেড়েছে। তবে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই এসবের অধিকাংশ ভবনে। জেলা শহরে ফায়ার সার্ভিস স্টেশনে আগুন নেভানোর জন্য তিনতলা পর্যন্ত ব্যবহারযোগ্য মই আছে। কিন্তু গত ১০ বছরে পৌর এলাকায় ৮ থেকে ১৪ তলাবিশিষ্ট অন্তত ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এসব ভবনে বসবাসকারী বাসিন্দারা ঝুঁকির মধ্যে আছেন। মাগুরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাসিক পরিদর্শনের মূল্যায়নে এসব অব্যবস্থাপনার কথাই জানানো হয়েছে। 

স্থানীয় ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, ঢাকা বেইলি রোডে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনার ঝুঁকি এসব ভবনেও ঘটতে পারে বলে শঙ্কা আছে। ভবন তৈরির নকশায় ফায়ার সার্ভিস থেকে অগ্নিনিরাপত্তার বিভিন্ন অবকাঠামোগত নির্দেশনা দিলেও ভবন নির্মাণ শেষে তার বেশির ভাগ বাস্তবায়িত হয়নি। ফলে নিরাপত্তা না থাকায় বহুতল ভবন বা দোকানপাটে কোনো অভিযান শুরু করতে গেলে তা উপরিমহলকে ম্যানেজ করে থামিয়ে দেন মালিকেরা। ফলে গজিয়ে ওঠা বহুতল ভবনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা খুবই দুর্বল বলে প্রতি মাসের পরিদর্শন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে। 

সরকারি-আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাট ঘুরে জানা গেছে, পৌর এলাকায় অন্তত ১৫টি বহুতল ভবন নির্মাণ হয়েছে ৮ থেকে ১৪ তলা পর্যন্ত। এসব ভবনে অগ্নিনির্বাপণে কার্যত কোনো ব্যবস্থা নেই। একটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আর কিছুই নেই। তবে সেটাও মেয়াদোত্তীর্ণ হিসেবে পাওয়া গেছে অনেক প্রতিষ্ঠানে। 

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের মাস্টার মো. রুহুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের কোনো রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণের ভালো কোনো ব্যবস্থা রাখা হয়নি। কিছু রেস্তোরাঁ ছাদের ওপরে, সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ অগ্নিনির্বাপণে। এ ছাড়া বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস থেকে অনুমতি কেউ নেয়নি। বেশির ভাগ ঢাকা থেকে অনুমতি নিয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মাগুরা ফায়ার সার্ভিসকেই এগিয়ে যেতে হয়।’ 

রুহুল আমীন আরও বলেন, ‘আগুন নেভানোর ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হলো মই। আমাদের যে মই আছে তা একটি ভবনের তিনতলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা আছে। এর বেশি তলায় ঘটনা ঘটলে সেটি নেভাতে গেলে অন্য জেলা থেকে মই আনতে হবে, যা সময় সাপেক্ষ বিষয়। যে কারণে মারাত্মক কিছু ঘটার ঝুঁকি অমূলক নয়।’

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ