Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

পাইকগাছ (খুলনা) প্রতিনিধি

খুলনায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

খুলনায় পাইকগাছায় মোটরসাইকেল ও মাটি বহনকারী ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও অপর একজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে। এ ঘটনায় পুলিশ মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করেছে। এ ছাড়া নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) নামে পাইকগাছা থানায় মামলা করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, খুলনায় একটি মামলার হাজিরা দেওয়ার জন্য খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। উপজেলার মৌখালী নামক স্থানে পৌঁছালে ভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল থাকা চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী খায়রুল আলম মারা যান ও মোটরসাইকেল চালক আহত হন। 

সাদ্দাম হোসেন আরও বলেন, আহত ব্যক্তিকে প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ