Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

খুলনার ডুমুরিয়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাসেল শেখ নামে এক প্রতারক যুবকের কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক সাদ্দাম হোসেন বুধবার (১৮ আগস্ট) রাসেল শেখ ও তার অপর ২ সহযোগীর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার তালা থানার কলিয়া গ্রামের হায়দার মাহামুদের ছেলে সাদ্দাম হোসেনের (২৩) সঙ্গে ডুমুরিয়া থানার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের শাখাম শেখের ছেলে রাসেল শেখ ও তাঁর পরিবারের পরিচয় হয়। সেই সুবাদে রাসেল সাদ্দাম হোসেনকে বাংলাদেশ সেনা বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা নেয়। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হওয়ায় সাদ্দাম হোসেন তার দেওয়া টাকা ফেরত চাইলে রাসেল নানা টালবাহানা শুরু করে। 

একপর্যায়ে রাসেল শেখ অপকৌশল হিসেবে সেনা সদর দপ্তর থেকে ইস্যুকৃত একটি ভুয়া 'কল-আপ' লেটার সাদ্দাম হোসেনের হাতে ধরিয়ে দেয়। ইন্টারভিউয়ের জন্য আগামী ২৭ অক্টোবর সাদ্দাম বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়। পরবর্তীতে জানা যায় ধার্যকৃত তারিখে বাংলাদেশ সেনা বাহিনীর রিক্রুমেন্ট কোন পরীক্ষা নেই। পরে গত মঙ্গলবার সাদ্দাম হোসেন মোবাইল ফোনে রাসেলের কাছে টাকা ফেরত চাইলে তাঁকে নানাবিধ হুমকি ধামকি দেয়। 

এ বিষয়ে জানতে চেয়ে রাসেল শেখের মোবাইল ফোনে বারবার কল দিলেও ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অবৈধ ইটভাটায় বাধাগ্রস্ত, আঠারোবাঁকির প্রবাহ

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৫

কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত জিয়া মঞ্চের নেতার মৃত্যু, গ্রেপ্তার ৩

দুই দিনে ১২ ঘণ্টা মিছে ষাটোর্ধ্ব মমতার

বাগেরহাটে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মহেশপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, দুই বাংলাদেশিকে হস্তান্তর

মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

‘মাদক কারবার নিয়ে বিরোধ’: খুলনায় যুবককে কুপিয়ে জখম

লাকীসহ সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ