সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে কুমিরা গ্রামে কপোতাক্ষ নদীর পাড়ে গরুর ঘাস আনতে গিয়ে কিছু লোক অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।