চুয়াডাঙ্গা প্রতিনিধি
চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জন। এ সময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দুপুর ১২টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে স্থানীয়রা উত্তম-মধ্যম দেয়। পরে সাধারণ জনগণই পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ সাহাকে পুলিশের কাছে তুলে দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।