Ajker Patrika

কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৩: ১৬
দুর্ঘটনায় নিহত অনিক ও পলাশ। ছবি: সংগৃহীত
দুর্ঘটনায় নিহত অনিক ও পলাশ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ থেকে আজ বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সদর, খোকসা ও মিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হন। তাঁর নাম রফজেল শেখ (৬৫)। তিনি ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সাহাদ আলী শেখের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য আরিফুর রহমান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। এ সময় দৌলতপুর থেকে কুষ্টিয়া হয়ে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে তাতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়লে চালকসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা চালক রফজেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিলা স্কুলের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩) নামের দুই যুবক নিহত হন। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে। এ ঘটনায় আহত হয়েছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন জানান, তাঁরা তিনজন রাতে মজমপুর এলাকা থেকে চা পান করে মোটরসাইকেলে করে শহরতলির মোল্লা তেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিলে পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে অনিকের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত পলাশ কুষ্টিয়া শহরতলির মোল্লা তেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন। অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। পড়াশোনা শেষ করে তিনি ফ্রিল্যান্সিং করতেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মঈনুদ্দিন শেখের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত