Ajker Patrika

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

কেশবপুর (প্রতিনিধি) যশোর
আহত প্যাঁচাকে উদ্ধার করে সৌম্য দাস চিকিৎসার জন্য নিয়ে আসেন প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে। ছবি: আজকের পত্রিকা
আহত প্যাঁচাকে উদ্ধার করে সৌম্য দাস চিকিৎসার জন্য নিয়ে আসেন প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে বিলুপ্তপ্রায় স্ট্রিগিডি প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামের কলেজছাত্র সৌম্য দাস স্থানীয় একটি বাগান থেকে আহত অবস্থায় ওই প্যাঁচাটি উদ্ধার করেন। আজ বুধবার দুপুরে আহত প্যাঁচাটিকে তিনি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে যান।

কলেজছাত্র সৌম্য দাস (১৯) বলেন, ‘গ্রামের একটি বাঁশবাগানে আহত অবস্থায় প্যাঁচাটি পড়ে ছিল। বাগান থেকে উদ্ধার করে প্যাঁচাটিকে সুস্থ করতে প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকারের কাছে নিয়ে আসি। তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ ওষুধ দিয়েছেন। পাখিটি সুস্থ হলে আবার বাগানে ছেড়ে দেওয়া হবে। আমি দীর্ঘদিন ধরে এভাবে পশুপাখির সেবা করে আসছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার হওয়া প্যাঁচাটি বিলুপ্তপ্রায় স্ট্রিগিডি প্রজাতির। এটি পুরুষ প্যাঁচা। ধারণা করা হচ্ছে, খাবার সংগ্রহ করতে গিয়ে বাম পায়ে ও চোখে আঘাত পেয়েছে। শরীরে স্বাভাবিকের চেয়ে তাপ কম রয়েছে। দুর্বলতার কারণে এটি উড়তে পারছে না। চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত প্যাঁচাটি সুস্থ হয়ে যাবে।’

অলোকেশ কুমার আরও বলেন, কলেজছাত্র সৌম্য দাসের হেফাজতে প্যাঁচাটি রয়েছে। সুস্থ হলে উদ্ধার করা বাগানে ছেড়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত