যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে মহির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার কাবিলপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে মহির উদ্দিন (৩৫) একটি বিদ্যুৎ চালিত সেচ মোটরের সংযোগ নেন। আজ ওই মোটর চালু করতে গেলে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা মোটরে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে মাঠে থাকা অন্য কৃষকেরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে দেখেন তার মৃত্যু হয়েছে।’