Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী ভারতীয় ট্রাক চালক ও পরিচয়পত্র বিহীন ট্রান্সপোর্ট কর্মীচারীদের সীমান্তরক্ষী বিএসএফ বন্দরে ঢুকতে বাধা দেওয়ায় বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করা হয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। 

জানা যায়, বেনাপোল বন্দরের নিরাপত্তায় বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করলেও ভারতের পেট্রাপোল বন্দরে নিরাপত্তায় রয়েছে একাধিক সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা। তাঁরা বন্দরের নিরাপত্তার পাশাপাশি বাণিজ্যের তদারকি করে আসছেন। ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী ভারতীয় ট্রাক চালক ও পরিচয়পত্র বিহীন ট্রান্সপোর্ট কর্মীচারীদের সীমান্তরক্ষী বিএসএফ বন্দরে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা। হঠাৎ করে বিএসএফের এমন কর্মকাণ্ডকে হয়রানি অভিযোগ এনে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে রেখেছে ভারতের ২৪ পরগনা বঁনগা গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন নামে একটি বাণিজ্যিক সংগঠন। 

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বাণিজ্য চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। 

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান বলেন, ভারতের বগনা গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের চিঠিতে বন্দরে ঢুকতে না দেওয়ার কথা জানিয়েছে। তাঁদের অভ্যন্তরীণ ঝামেলা না মেটা পর্যন্ত বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক ওপারে দাঁড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। 

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতীয় অভ্যন্তরীণ ঝামেলায় আজ সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দ্রুত যাতে বাণিজ্য চালু হয় সে জন্য বিভিন্নভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু বলেন, এ পথে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। 

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ