এক ভক্তকে সাকিব আল হাসানের চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আজকের নাকি আগের, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সাকিবের নির্বাচনী প্রচারের সঙ্গী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের ভিডিওটি এক মাস আগের বলে দাবি করেছেন।
১৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সাকিবকে বেশ কয়েকজন কিশোর ও তরুণ ঘিরে রয়েছে। তারা তাঁকে চেপে ধরলে সাকিব এক তরুণকে চড় মারেন।
সাকিবের নির্বাচনী প্রচারের সঙ্গী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের আজকের পত্রিকাকে বলেন, ভিডিওটি এক মাস আগের, আজকের নয়। ভিডিওটি তিনি দেখেছেন, সেখানে সাকিবকে এক ভক্ত গলা টিপে ধরেন পেছন থেকে। এ সময় সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে তাকে সরিয়ে দেন। এখানে চড়-থাপ্পড়টি সঠিক নয়। ভিডিওটি সম্পূর্ণ নয় বলেও দাবি করেন তিনি।
তবে এটি কোন জায়গায় ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি। সাকিব আল হাসানের জনপ্রিয়তা রুখতে কেউ এটি এডিট করে ভাইরাল করতে পারে বলেও দাবি তাঁর।