Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় এক রাতে কৃষকের ৫টি গরু চুরি

প্রতিনিধি

চৌগাছায় এক রাতে কৃষকের ৫টি গরু চুরি

চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় এক রাতে চান্দু বিশ্বাস নামের এক কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। শনিবার গভীর রাতে চৌগাছা পৌর শহরের ডিগ্রি কলেজ পাড়ায় চান্দু বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক চান্দু বিশ্বাস জানান, চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভি, একটি এঁড়ে ও দুটি বাছুর রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষক চান্দু বিশ্বাসের স্ত্রী শাহানারা বেগম ও ছেলে শেখ শাদি জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল। রাত ৩টার দিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কিছু সময় পরে চান্দু বিশ্বাস গোয়াল ঘরে গিয়ে দেখেন, সেখানে একটি গরুও নেই। পরে দেখেন, বাড়ির পেছনের গেটের তালা ভাঙা।

স্থানীয় পৌর কাউন্সিলর জিএম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেটের তালা ভেঙে চোর গরুগুলো চুরি করে বাড়ির পেছনের গেট দিয়ে নিয়ে গেছে। গরু চুরির ঘটনায় চৌগাছা থানায় একটি জিডি করেছেন চান্দু বিশ্বাস।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, গরু চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। চৌগাছা থানায় একটা অভিযোগ করা হয়েছে। আমরা চোর চক্রকে খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ