Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ট্রাকের চাপায় দুই পা হারালেন যুবক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

ট্রাকের চাপায় দুই পা হারালেন যুবক

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে দুই পা হারালেন শাহরিয়ার রহমান নোমান (৩০) নামে এক যুবক। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার মোকারিমপুর ইউনিয়নের খেমিরদিয়ার গ্রামের মো. মজনুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতাল সড়ক দিয়ে শাহরিয়ার রহমান নোমান নামে যুবক মোটরসাইকেল নিয়ে ভেড়ামারা শহরে আসছিলেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে পৌঁছাতেই পেছন দিক থেকে তাঁকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে শাহরিয়ার রহমান নোমান সড়কে ছিটকে পড়ে। সে সময় ড্রাম ট্রাকের চাকা তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তার দুটি পায়ের হাড় টুকরো টুকরো হয়ে সম্পূর্ণভাবে থেঁতলে গেছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  চিকিৎসক। 

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ড্রাম ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে তৎপর রয়েছে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য আহত নোমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু