Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যৌনপীড়নে ব্যর্থ হয়ে কিশোরকে হত্যা করেন মাইক্রোবাসচালক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যৌনপীড়নে ব্যর্থ হয়ে কিশোরকে হত্যা করেন মাইক্রোবাসচালক

যশোরের চৌগাছায় কিশোর স্কুলশিক্ষার্থী মিরাজ হোসেন চয়নকে (১৭) যৌনপীড়নে ব্যর্থ হয়ে হত্যা করেন মাইক্রোবাসচালক রাজু হোসেন (২৬)। আজ বুধবার যশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত রাজু।

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় পৌরসভা গেটের বটতলা মোড় থেকে অভিযুক্ত রাজু হোসেনকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত গামছা ও মাইক্রোবাস উদ্ধার করেছে পিবিআই। পরে বুধবার তাঁকে আদালতে সোপর্দ করলে রাজু হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার রাজু হোসেন চৌগাছার বহিলাপোতা গ্রামের মৃত ইসমাইল হোসেন মণ্ডলের ছেলে। নিহত চয়ন চৌগাছা সদর ইউনিয়ন দিঘলসিংহা গ্রামের সবুজ হোসেনের ছেলে। 

পিবিআই ও আদালত সূত্রে জানা যায়, নিহত মিরাজ হোসেন চয়ন ৯ম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি আসামি রাজু হোসেনের কাছে মাইক্রোবাস চালানো শিখত। গত রোববার রাত ৮টায় অভিযুক্ত রাজু হোসেন নিহত মিরাজ হোসেন চয়নকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে দুজনে মাইক্রোবাসে বসে মোবাইল ফোনে ভিডিও দেখতে থাকে। এক পর্যায় রাত ২টায় রাজু ভুক্তভোগী মিরাজ হোসেনকে যৌনপীড়নের প্রস্তাব দেয়। রাজি না হওয়ার পরও চেষ্টা করে রাজু। পরে চয়ন ধস্তাধস্তি করে মাইক্রোবাস থেকে বের হয়ে যায়। এরপর রাজু হোসেন এমনটি আর হবে না বলে পুনরায় নয়নকে গাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু কিছু সময় পর একই প্রস্তাব দেয় অভিযুক্ত রাজু। এ সময় চয়ন আবারও বাধা দিলে তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন রাজু। ধস্তাধস্তির একপর্যায়ে শ্বাসরোধ হয়ে মিরাজ হোসেন চয়নের মৃত্যু হয়। এরপর চয়নের মরদেহ বস্তাবন্দী করে রাজু নদীতে ফেলে দেয়। 

আরও জানা যায়, পরদিন সোমবার সকালে কদমতলা-মাশিলা সড়কের স্বরুপদাহ-ধূনারখাল সংলগ্ন মাধবপুর মৌজার কপোতাক্ষ নদ থেকে চয়নের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সবুজ হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান পিবিআই যশোরের এসআই শরীফ এনামুল হক। পরে অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়।

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু