Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যশোরে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

যশোর প্রতিনিধি

যশোরে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আজ রোববার নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২ জন। সব মিলে করোনার তৃতীয় ধাপে এই জেলায় মোট মৃতের সংখ্যা সাত। 

 
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ রোববার প্রাপ্ত ফলাফলে যশোরে ২৯৪টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১০টি নমুনার মধ্যে ৬১টি এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ৮৪টির মধ্যে ২৪টিতে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯১ শতাংশ। 
 
এ বিষয়ে মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, করোনা শনাক্তদের মধ্যে যশোর সদরেই রয়েছেন ৬৮ জন। এ ছাড়া শার্শায় ৫, ঝিকরগাছায় ৫, চৌগাছায় ৪, কেশবপুরে ২ এবং মনিরামপুরে ১ জন রয়েছেন। যশোরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯৮ জন। আর মারা গেছেন ৫২৪ জন। 

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, রোববার সকাল পর্যন্ত যশোর সদর হাসপাতালের রেড জোনে ১৮ জন করোনা রোগী ভর্তি ছিলেন। এ সময় করোনার উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ভর্তি ছিলেন ২০ জন। 

অবৈধ ইটভাটায় বাধাগ্রস্ত আঠারোবাঁকির প্রবাহ

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৫

কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত জিয়া মঞ্চের নেতার মৃত্যু, গ্রেপ্তার ৩

দুই দিনে ১২ ঘণ্টা মিছে ষাটোর্ধ্ব মমতার

বাগেরহাটে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মহেশপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, দুই বাংলাদেশিকে হস্তান্তর

মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

‘মাদক কারবার নিয়ে বিরোধ’: খুলনায় যুবককে কুপিয়ে জখম

লাকীসহ সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ