যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী নামে এক বৃদ্ধ ভ্যান যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোরের নাভরন–সাতক্ষীরা সড়কের বেলতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কওছার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভরন গোডাউন কলোনি পূর্ব পাড়া গ্রামের কালুর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কওছার কবিরাজ বাড়ি যাওয়ার জন্য ভ্যানযোগে তাঁর জামাইয়ের বাড়ি থেকে কলারোয়ার সোনাবাড়ীয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে নাভরন–সাতক্ষীরা সড়কে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নিহত হয় ভ্যানের যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সাহেব আলী নামে এক ভ্যান চালক। আহতকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাভরন হাইওয়ে থানা–পুলিশের ওসি মঞ্জুরুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।