প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়।
গতকাল বুধবার বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া দুই শিশু মাদ্রাসা শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, জেলার সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুল শেখের ছেলে মাহিম (১০) এবং সিরাজুল শেখের মেয়ে তাহা (৭) বিকেলে বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। পুকুরে তাঁরা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।