ডুমুরিয়া (খুলনা): পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে সুস্মিতা রায় (১৩) নামের এক স্কুলছাত্রী। রোববার বিকেলে খুলনার ডুমুরিয়ার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুস্মিতা রায় ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের অসিত রায়ের মেয়ে এবং হাসানপুর এইচএমপিকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সাংসারিক কাজকর্ম নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তর্ক হতো সুস্মিতার। এ ছাড়া রোববার সকালে মেকআপ করা নিয়ে সুস্মিতা ও তার বোনের ঝগড়া হয়। পরে মা–ও সুস্মিতাকে বকাঝকা করেন। এরই জেরে বেলা সাড়ে ১১টায় ঘরে থাকা কীটনাশক পান করে সুস্মিতা। ঘটনা বুঝতে পেরে স্বজনেরা তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টায় সুস্মিতা মারা যায়।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা-পুলিশের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান বলেন, সকালে সুস্মিতা ও তার বোনের মেকআপ করা নিয়ে ঝগড়া হয়। পরে মায়ের বকা খেয়ে অভিমান করে সে কীটনাশক পান করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।