Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু
মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলা পৌরসভার মেরিন ড্র্বাইভ সড়কের দুপাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দের নেতৃত্বে সকালে মেরিন ড্রাইভ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

এদিন প্রায় ১০ একর জমিতে থাকা ৭০টি আধা পাকা ও কাচা অবৈধ স্থাপনা এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, মোংলা নদীর দুই পাড়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের অনেক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে কিছু স্থানীয় বাসিন্দা ও প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বন্দরের জমিতে আধা পাকা, কাচা ও পাকা ঘর নির্মাণ করে দখলে রেখেছিলেন। অবৈধ দখলকারীদের জমি খালি করতে আগে নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকিংও করা হয়েছে। এরপরও দখলদাররা দখল ছাড়েনি। যার ফলে আজকের অভিযান।

এদিকে দীর্ঘদিন পরে বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় রেজাউল কবির শুভ বলেন, ‘মোংলা পোর্ট পৌরসভার অভ্যন্তরে বন্দরের অনেক জমি রয়েছে। এসব জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে স্থাপনা করেছেন। কেউ ভাড়াও দিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ আজকে যে উচ্ছেদ অভিযান করেছে। এখন মেরিন ড্রাইভ সড়কটির দুপাশ পরিচ্ছন্ন হয়েছে। আমরা খুব খুশি হয়েছি।’

মোংলা বন্দরের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
মোংলা বন্দরের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

১৯৫০ সালে স্থাপিত মোংলা বন্দরের মোংলা নদীর দুই তীরে বন্দরের ২০২২ একর জমি রয়েছে। এসব জমির একটা বড় অংশে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে স্থাপনা করে রেখেছেন। বিভিন্ন কারণে এত দিন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি কর্তৃপক্ষ।

অভিযানে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান, বন্দরের নিজস্ব নিরাপত্তা কর্মী ও ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের মোংলা পৌরসভার মেরিন ড্র্বাইভ সড়কের দুপাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দের নেতৃত্বে সকালে মেরিন ড্রাইভ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য