Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাকিবের ভোট দেওয়া কেন্দ্রে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৪১ শতাংশ

মাগুরা প্রতিনিধি

সাকিবের ভোট দেওয়া কেন্দ্রে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৪১ শতাংশ

মাগুরায় নিজ এলাকার কেন্দ্রে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান। আজ রোববার সকাল ৮টায় দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাকিবের ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১৭০টি। যা মোট ভোটের ৪১ শতাংশ। 

ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮১৮ জন। মহিলা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন। 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব ভোট দেওয়ার সময় ছিল সকাল ৮টা। শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সাকিবকে ভোটার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার ভোটাররা। 

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাকিব। তাঁর নিজ এলাকার ভোটকেন্দ্র নিজের বাড়ি থেকে পায়ে চলা পথের দূরত্ব। 

পার্থ সারথি বিশ্বাস নামে এক ভোটার বলেন, ‘সাকিব আল হাসানের নিজ এলাকার কেন্দ্র। এখানে আমরা সবাই ভোট দিচ্ছি। এটা আওয়ামী লীগের কেন্দ্র অনেক আগে থেকে। আমরা সাকিবকে এ কেন্দ্র থেকে জয় উপহার দিতে চাই।’ 

বীথি অধিকারী নামে এক গৃহবধূ ভোট দিয়ে বলেন, ‘বিশ্বের পরিচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আমাদের কেন্দ্রের ভোটার। আমরা গর্বিত।’ 

মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ‘শীতের সকালে ভোট কম ছিল। দুপুরে অনেক ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। ভোটাররা কেন্দ্রে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ আছি।’

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ