হোম > সারা দেশ > ময়মনসিংহ

মধুপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ চালককে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন বাসচালককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন মধুপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার সমদূরত্বে অবস্থিত মধুপুর উপজেলা হয়ে প্রতিদিন ঢাকাসহ অন্তত ১৬টি পথে শত শত যানবাহন চলাচল করে। তাই মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রী ও গাড়ির চাপ বেশি থাকে। এখন ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আরও বেড়ে যাওয়ায় বাসের চালক-শ্রমিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। এমন অভিযোগের খবর পেয়ে মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ইউএনও কার্যালয়ের গোপনীয় সহকারী মো. নাজমুল হোসেন জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তিন বাসের চালককে সড়ক পরিবহন আইনে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসের মালিক, চালক, শ্রমিক সবাই অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নেত্রকোনায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সাত সন্তান এবং এক অসুস্থ শাশুড়ি—অভাবের সঙ্গে যুদ্ধ এক মায়ের

ছাগলে খেল ধান, সংঘর্ষে কৃষকের গেল প্রাণ

গজনী অবকাশকেন্দ্রের অবৈধ চিড়িয়াখানা থেকে ১৭ বন্য প্রাণী উদ্ধার

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে