নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে নৌকার ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় আলখাছ মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিএতে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিএ আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। গতকাল রোববার দুপুরে কাজ শেষে জগন্নাথপুর ফেরি ঘাটে নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড নৌকাটির ওপর পড়ে। এতে নৌকা ডুবে মাটির নিচে চাপা পড়ে মারা যান আলখাছ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লেপসিয়া নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে নৌকার ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় আলখাছ মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিএতে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিএ আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। গতকাল রোববার দুপুরে কাজ শেষে জগন্নাথপুর ফেরি ঘাটে নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড নৌকাটির ওপর পড়ে। এতে নৌকা ডুবে মাটির নিচে চাপা পড়ে মারা যান আলখাছ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লেপসিয়া নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দরপত্র জমা না পড়ায় বাংলা ১৪৩২ সালের হাটবাজার ইজারায় ১২টি হাটবাজার খাস আদায়ে উন্মুক্ত ডাক হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের হলরুমে খাস আদায়ে এ ডাক অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩ বছরে হাটবাজার ইজারার গড় টাকার ৬ শতাংশ বৃদ্ধি ধরে সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দরপত্র...
৪২ মিনিট আগে১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৭ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৭ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৭ ঘণ্টা আগে