Ajker Patrika

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২: ৩১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে নৌকার ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় আলখাছ মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিএতে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিএ আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। গতকাল রোববার দুপুরে কাজ শেষে জগন্নাথপুর ফেরি ঘাটে নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড নৌকাটির ওপর পড়ে। এতে নৌকা ডুবে মাটির নিচে চাপা পড়ে মারা যান আলখাছ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লেপসিয়া নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত