জামালপুরের ইসলামপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার সাত মাস পেরিয়ে গেলেও আসামি চার বন্ধুর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কবে নাগাদ তাঁদের গ্রেপ্তার করা হবে, এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। তবে পুলিশের দাবি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।
অভিযুক্ত আসামিরা হলেন মাহিন রহমান জুবাই, বাবু, রাকিব ও মাহফুজ। তাঁরা বন্ধু। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করেন। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান ইসলামপুর থানার তৎকালীন তদন্ত (ওসি) এ কে এম মনিরুল ইসলাম। তিনি অন্যত্র বদলি হওয়ায় বর্তমানে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করছি।’