নেত্রকোনার কেন্দুয়ায় তীব্র তাপদাহে হাওরে কৃষকদের হাতে খাবার স্যালাইন ও পানি তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। আজ শনিবার তিনি উপজেলার জালিয়া ও গোগবাজার হাওরে কৃষকদের মধ্যে এসব স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে হাওর দুটিতে বোরো ধানের ভালো ফলন হয়েছে। এ অবস্থায় তীব্র তাপদাহের মধ্যেও এসব হাওরে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এমনি সময়ে তাদের তৃষ্ণা নিবারণে হাওরে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের একদল স্বেচ্ছাসেবক।
এ সময় তিনি কৃষকদের খোঁজ-খবর নেওয়াসহ প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই সঙ্গে তাদের হাতে তুলে দেন খাবার স্যালাইন ও পানির বোতল। আর প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণে ইউএনওর সহযোগিতা পেয়ে খুশি কৃষকেরা।
এদিকে কৃষকদের দাবির প্রেক্ষিতে ইউএনও ইমদাদুল হক তালুকদার হাওরে কৃষকছাউনি নির্মাণ, বজ্রপাত নিরোধে তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবস্থাসহ বিশুদ্ধ খাবার পানির জন্য নলকূপ বসানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান।