আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। আজ বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হাসান হাফিজ বর্তমানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।
নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী আজ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে আগামী ১ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) জেলা শহরের বকুলতলায় দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব হবে। সেদিন এই পুরস্কার দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য সমাজের সভাপতি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্যসচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান, কবি এনামুল হক পলাশ প্রমুখ। এ সময় নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।