ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) বাজার ভিত্তিক স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। গত তিন দিনে নগরীর নতুন বাজার ও মেছুয়া বাজারে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ৩৫৮ জনকে করোনা টিকা দেওয়া হয়।
জানা যায়, স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে বাজারের কুলি, মজুর, দোকানদার, খুদে ব্যবসায়ীদের করোনার টিকা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মসিকের মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমরা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে বাজার ও বাসস্ট্যান্ডে করোনার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছিলাম। এরই মধ্যে বাজারে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান সম্পন্ন করা হয়েছে।
মেয়র আরও বলেন, একইভাবে বাসস্ট্যান্ডে টিকা কার্যক্রম সফলভাবে শেষ করতে পারব বলে আশা করছি।