কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
১৭ মিনিট আগে২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন, বুয়েটের ২ জনসহ মোট ১১ ছাত্র-ছাত্রী সমুদ্রে ডুবে মারা যান। এ ঘটনা স্মরণে পরের বছর থেকে দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এ বছর শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শোকাবহে...
১৭ মিনিট আগেরাজশাহীর বাঘায় স্কুলের জমি দখলে নিতে ছুটির দিনে সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তবে বিএনপির ওই নেতার দাবি, জমিটি তাঁর বাবার কেনা সম্পত্তি। এত দিন আওয়ামী লীগের লোকজন স্কুলের নাম করে জমিটি দখলে রেখেছিলেন। এখন তাঁরা উদ্ধার করেছেন।
২১ মিনিট আগে