Ajker Patrika

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগীর বাবা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় (পেনাল কোড) করা ওই মামলায় উপজেলার সান্দিকোনা হরিগাতীমাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে হবি মিয়াকে (১৯) এক নম্বর আসামি করা হয়েছে।

এ ছাড়া অপর আসামিরা হলেন হবির বাবা হারুন মিয়া (৬০), ভাই রবি মিয়া (২৫) এবং চাচা সুলতান মিয়া (৪০) ও জুলহাস মিয়া (৫০)। এর মধ্যে হবি ছাড়া তাঁর বাবা, ভাই ও দুই চাচা আজ বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন গত শনিবার ইফতারের পর পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বসতঘরের পেছনের টয়লেট থেকে বের হয়। এরপর হবি মিয়া টেনেহিঁচড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর মা ছুটে এলে হবি মিয়া পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে আদালত থেকে জামিন পেয়ে সুলতান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। তবু আমাদের আসামি করা হয়েছে। এ ছাড়া তিনটি বসতঘরে তালা ঝোলানোর পাশাপাশি দুটি গরু লুট করা হয়েছে। আমরাও মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার চাই।’

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দুয়া সার্কেলের এএসপি গোলাম মস্তোফা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত