Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘গরু চুরি করে’ পালানোর সময় ট্রাক উল্টে নিহত ১, আহত ২ 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

‘গরু চুরি করে’ পালানোর সময় ট্রাক উল্টে নিহত ১, আহত ২ 

জামালপুরের মেলান্দহে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে হাবিবুর রহমান (৪৫) রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গরু ও মহিষ চুরি করে ট্রাক নিয়ে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। এ সময় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুজন। 

আজ সোমবার ভোর সকাল ৪টা দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাবিবুর রহমান জামালপুরে বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে। আহতেরা হলেন—শেরপুর জেলার নাছির আহমেদ, উকিল মিয়া। তাঁরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুর দিকে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে বসত বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে চোর দলের এক সদস্যের মৃত্যু হয় ও আহত হন আরও দুজন। ট্রাকে ৪টি গরু ও ২ মহিষ ছিল। 

স্থানীয় কয়েকজন বলেন, ট্রাকে ৮-৯ জন চোর ছিল, একজন ট্রাকের নিচে চাপা পড়ছে ঘটনাস্থলেই মারা গেছে। দুজন দুই জায়গায় পড়েছিল আর বাকিগুলো পালিয়ে গেছে। তাঁদের কাছে দেশীয় অস্ত্র ছিল। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩

কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, মুদিদোকানি গ্রেপ্তার

নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

বর্ষবরণে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফেসবুকে পুরোনো ব্যানারে ‘বঙ্গবন্ধু চত্বর’ দেখে বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ইউএনও লাঞ্ছিত

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু