হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রতারণার মামলায় জামালপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

শাজাহান মিয়া। ছবি: সংগৃহীত

ডলার প্রতারণার মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডলার প্রতারণার অভিযোগে গত বছর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রথমবারের মতো শাজাহান মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নেত্রকোনায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সাত সন্তান এবং এক অসুস্থ শাশুড়ি—অভাবের সঙ্গে যুদ্ধ এক মায়ের

ছাগলে খেল ধান, সংঘর্ষে কৃষকের গেল প্রাণ

গজনী অবকাশকেন্দ্রের অবৈধ চিড়িয়াখানা থেকে ১৭ বন্য প্রাণী উদ্ধার

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে