Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ভোট গ্রহণের দায়িত্বে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী, তদন্তে প্রশাসন

এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)

জামালপুরে ভোট গ্রহণের দায়িত্বে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী, তদন্তে প্রশাসন

জামালপুর-২ ইসলামপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মী। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের বিষয়টি জানা গেছে। 

জানা যায়, ২৩ ও ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ইসলামপুর উচ্চবিদ্যালয় কক্ষে ভোট গ্রহণ উপলক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষক ভোট গ্রহণ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা তাঁরা। এ ছাড়া সবাই জামালপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের অনুসারী বলে পরিচিত।

এ ছাড়া দুজন শিক্ষক আওয়ামী লীগের নেতা হিসেবে ২০২১ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন না পেয়ে আর নির্বাচনে অংশ নেননি। 

এ নিয়ে ২৫ ডিসেম্বর আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘ভোট গ্রহণে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের নেতা কি না, সেটি আমাদের জানা ছিল না। আমরা তাঁদের দায়িত্ব দিয়েছিলাম স্কুল-কলেজের শিক্ষক হিসেবে। অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের কোনো পদধারী ভোট গ্রহণের দায়িত্বে রাখা যাবে না। রাজনৈতিক দলের পদে থাকার বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাঁদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্ব থেকে আওয়ামী লীগ নেতাদের অব্যাহতি দেওয়া হবে। ভোট গ্রহণে কর্মকর্তা পদে দায়িত্ব দিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, এ আসনে ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল (নৌকা) ছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (ট্রাক), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (ঈগল) এবং জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন (কাঁচি প্রতীক)। 

এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) এবং বিএনপির বহিষ্কৃত নেতা তৃণমূল বিএনপি মনোনীত মো. হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন

সাদা মাটির পাহাড়ে ঈদের আনন্দ, পর্যটকের ঢল দুর্গাপুরে

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

বকশীগঞ্জে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ-মসজিদে ঈদের জামাত

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

গফরগাঁওয়ে ঈদগাহ মাঠ নিয়ে বিরোধ, ১৪৪ ধারা জারি

নানাবাড়িতে ঈদ করা হলো না রীতি–প্রীতির, সড়কেই ঝরল পরিবারের ৪ সদস্যের প্রাণ